ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া

ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:০২:৪৭

ভারতীয় ও মার্কিন বাহিনীর যৌথ মহড়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভারতের উত্তরাখণ্ডে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা।
 
রবিবার দুপুরে ভারতের সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি এক টুইট‍ার বার্তায় মহড়ার কিছু ছবিও প্রকাশ করেছে।  এতে দেখা যায়, দুই বাহিনীর সদস্যরা উত্তরাখণ্ডের রানিখেতের জঙ্গলে মহড়া চালাচ্ছেন।
 
সংবাদমাধ্যম জানায়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রথম মহড়া। দুই দেশ নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ কার্যকলাপ আরও উন্নত করার লক্ষ্য এ মহড়া চালায়। এটি শুরু হয় ১৪ সেপ্টেম্বর এবং ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা। 
 
সংবাদমাধ্যম আরও জানায়, দুই দেশের মধ্যকার এই মহড়ার এবারের বিষয় ছিল- পার্বত্য ভূখণ্ডে সন্ত্রাস দমন অভিযান।
 
এদিকে, পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীও। দু’দিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
 
কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাহিনীর এই মহড়া চলছে।
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com