রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আটক ১

রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আটক ১
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:০১:৪৫
রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আটক ১
আটক হরি ওম মিশ্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভারতে এক নির্বাচনী শোভাযাত্রায় কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার উত্তর প্রদেশের সীতাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হরি ওম মিশ্রা নামে একজনকে আটক করা হয়েছে।
 
রাহুল গান্ধী এ ঘটনার জন্য দেশটির ক্ষমতাসীন বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দায়ী করেছেন।
 
উত্তর প্রদেশের সীতাপুরে রাহুল গান্ধী তার ঘোষিত ২ হাজার ৫০০ কিলোমিটারের কিষান যাত্রা শীর্ষক শোভাযাত্রায় ছিলেন। আগামী বছর উত্তর প্রদেশে নির্বাচন উপলক্ষে ওই কিষান যাত্রার আয়োজন করা হয়। এ সময় হরি ওম মিশ্র নামে ৩০ থেকে ৩৫ বছরের এক যুবক রাহুলের দিকে জুতা ছুড়ে মারেন। তবে তা রাহুলের গায়ে লাগেনি। পুলিশ হরি ওমকে জিজ্ঞাসাবাদ করছে।
 
নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দেয়া হরি ওম মিশ্রা বলেন, কাশ্মীরের উরিতে ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর রাহুল তাদের প্রতি শ্রদ্ধা জানাননি। 
 
এ ঘটনার পর রাহুল গান্ধী বলেন, একজন আমারে দিকে জুতা ছুড়েছে তবে সেটি আমার শরীরে লাগেনি। আমি বিজেপি ও আরএসএসের উদ্দেশে বলছি, আমার দিকে আপনারা যতই জুতা ছুড়ে মারুন, আমি কিছু করব না। সূত্র: হিন্দুস্তান টাইমস
 
বিবার্তা/রয়েল
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com