কাশ্মির নিয়ে সুষমার বক্তব্য জাতিসংঘবিরোধী: পাকিস্তান

কাশ্মির নিয়ে সুষমার বক্তব্য জাতিসংঘবিরোধী: পাকিস্তান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৯:২৯
কাশ্মির নিয়ে সুষমার বক্তব্য জাতিসংঘবিরোধী: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাশ্মির সম্পর্কিত বক্তব্যকে জাতিসংঘের নিয়ম বিরুদ্ধ বলে অভিযোগ করেছে পাকিস্তান। তাদের দাবি, কাশ্মির নিয়ে সুষমা অনৈতিক দাবি করেছেন।

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে সুষমা বলেছিলেন,  ‘কাশ্মির ভারতের ছিল, আছে, থাকবে। কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তানের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।’

সুষমার বক্তব্যকে নাকচ করে দিয়ে একে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের সঙ্কলন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘কাশ্মির নিয়ে বিতর্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি জাতিসংঘের এজেন্ডার সবচেয়ে প্রাচীনতম বিষয়। গোটা বিশ্ব তা জানে।’

 

তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় মিথ্যাচার হলো, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। দ্বিতীয় মিথ্যা হল, কাশ্মিরের কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। যদিও সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত।’


ইসলামাবাদ জাতিসংঘের কাছে সুষমা স্বরাজের বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের বিধি লঙ্ঘন করেছেন। কাশ্মির নিয়ে অবস্থান স্পষ্ট করুক জাতিসংঘ।’

সপ্তাহখানেক আগে জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজের বক্তব্যের কড়া জবাব দিয়ে সোমবার সুষমা বলেন, ‘কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছোড়া যায় না। বেলুচিস্তানে যা হচ্ছে তার জবাব দিক পাকিস্তান।’ 

 

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com