মানহানি মামলায় রাহুলের জামিন

মানহানি মামলায় রাহুলের জামিন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৯:০২
মানহানি মামলায় রাহুলের জামিন
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
মানহানি মামলায় জামিন পেলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার গুয়াহাটির কামরূপ মেট্রোপলিটন আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে উপস্থিত হলে পার্সোনাল রেকগনিজেন্স বা পিআর বন্ডে (ব্যক্তিগত মুচলেকা) জামিন পান তিনি। 
 
২০১৫ সালের ১২ ডিসেম্বর অাসামে ষোড়শ শতকের একটি বৈষ্ণব মঠে (বরপেটা সাতরা) ঢুকতে গেলে সঙ্ঘের লোকেরা রাহুলকে বাধা দেয় বলে অভিযোগ করেন রাহুল। তার এই মন্তব্যের বিরদ্ধে কামরূপ আদালতে মানহানি মামলা রুজু করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সদস্য অর্জুন ভোরা। 
 
ভোরার অভিযোগ ছিল, রাহুলের মন্তব্যে সঙ্ঘকে কলিঙ্কত করা হয়েছে। ভোরার অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০০ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।
 
আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত ৬ আগস্ট কামরূপ চিফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট সঞ্জয় হাজারিকা রাহুলকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই এদিন আদালতে হাজিরা দেন রাহুল। 
 
রাহুলের আইনজীবী অংশুমান বোরা জানান আমরা রাহুলের জামিনের ব্যাপারে আদালতে আর্জি জানাই। আদালত তাঁকে পিআর বন্ডে জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর। ওইদিন রাহুলকে আদালতে হাজির থেকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যখ্যা দিতে হবে। 
 
অন্যদিকে মামলাকারী অর্জুন ভোরার আইনজীবী বিজন মহাজন জানান আমার মক্কেলের পরামর্শ মতো আমাদের তরফে রাহুলের জামিনের বিরোধিতা করা হয়নি। 
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com