ভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় ভারতীয় আট সেনা নিহতের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলেছে ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়।
ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ‘পাকিস্তানের মিডিয়ায় ভারতীয় আট সেনা সদস্য এবং ভারতীয় এক সৈন্যকে আটকের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। ওই দাবি মিথ্যা ও মিথ্যাহীন।
বিবার্তা/ইফতি