বাংলাদেশী শ্রমিকদের পাশে রিয়াদ দূতাবাস

বাংলাদেশী শ্রমিকদের পাশে রিয়াদ দূতাবাস
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ১০:১১:৫৪
বাংলাদেশী শ্রমিকদের পাশে রিয়াদ দূতাবাস
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সৌদি ওজার ও সাদসহ বিভিন্ন কোম্পানির বাংলাদেশী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়েছেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কয়েক হাজার শ্রমিক দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। 
 
এ সব শ্রমিকের বেতন ভাতা আদায়ে সার্বক্ষণিক কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি ওজার কোম্পানির বাওয়ানি ক্যাম্পে ২৫০ জন বাংলাদেশী রয়েছেন বলে শ্রম কাউন্সেলর সরোয়ার এ আলম জানান, সৌদি ওজার সৌদি আরবের একটি বৃহৎ কোম্পানি। এই কোম্পানিতে কর্মরত বাংলাদেশী শ্রমিকের সংখ্যা প্রায় এক হাজার সাত শত। 
 
এখানে অনেকেরই সাত/আট মাসের বেতন বাকি রয়েছে। অনেকের ভিসা এবং স্বাস্হ্য বিমার মেয়াদ শেষ হওয়াতে চিকিৎসা সেবা নিতে পারছেন না। বিষয়টি গুরুত্ব সহকারে সৌদি শ্রম মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। বেতন ভাতা আদায়সহ কর্মস্থল পরিবর্তনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে তাদের খাবার এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তৎপর রয়েছে। 
 
তিনি আরো বলেন, প্রত্যেক শ্রমিকের জন্য আলাদা আলাদা ফাইলে মামলা করা হচ্ছে। যাতে সৌদি সরকার ঘোষিত বিনা খরছে কর্মস্থল পরিবর্তন ও ভিসা নবায়ন করা যায়।  
 
রমজানের শুরুতে দাম্মামের সাদ কোম্পানতি এই সকল সমস্যা দেখা দিয়েছিল। সেখানে ১৪৪ জন বাংলাদেশী রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন বয়োবৃদ্ধ এবং অসুস্থ। তাদের চিকিৎসা সেবা দানে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্হা করা হয়েছে। রমজান থেকেই সেখানে সৌদি শ্রম মন্ত্রণালয় এবং দূতাবাস কাজ করে আসছে।
 
এদিকে যথাসময়ে কর্মচারীদের বেতনভাতা দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সতর্কবাণী উচ্চারণ করে শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ বলেছেন, কর্মচারীদের বেতনভাতা পরিশোধে দেরি হলে সমস্যার সৃষ্টি হবে এবং তা কর্মচারীদের কর্মদক্ষতা ও ঐক্যকে প্রভাবিত করবে।
 
আরব নিউজের খবরে বলা হয়, মুফতি বলেছেন, ‘দেরি করে বেতন দেওয়া অন্যায়। এটা তাদের (কর্মচারী) এবং তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে।’
 
‘ঘাম শুকানোর আগে মজুরের মজুরি দাও’- হযরত মুহাম্মদ(সঃ) এর এই বাণীও স্মরণ করিয়ে দেন আল শায়খ।
 
বিবার্তা/সাগর/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com