ডেনমার্কে জাতীয় শোকদিবস পালন

ডেনমার্কে জাতীয় শোকদিবস পালন
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৬, ০৯:২২:৫১
ডেনমার্কে জাতীয় শোকদিবস পালন
মাহবুবুল হক, ডেনমার্ক
প্রিন্ট অ-অ+
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ১৫ আগস্ট ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় শোকদিবস পালন করা হয়। প্রত্যূষে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। 
 
বিকেলে দূতাবাস কর্তৃক দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের  হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত এম আবদুল মুহিত, ডেনমার্কস্থ প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গসহ ডেনমার্ক আওয়ামী লীগের বাবু সুভাষ ঘোষ, মাহবুবুল হক,  মোস্তফা মজুমদার, মোহাম্মদ আলী মোল্লা লিঙ্কন, মাহবুবুর রহমান, সাব্বির আহমেদ, জাহিদ বাবু, নাছির উদ্দিন সরকার, তাইফুর ভূঁইয়া, সাহাবুদ্দিন ভূঁইয়া, রুবেল হাসনাত,  নিজান উদ্দীন, খোকন মজুমদার, মোহাম্মদ শহীদ, সাফিকুর রহমান আরিফ খালেক, নইম উদ্দিন বাবু, নুরুল ইসলাম  টিটু, সামি দাস, মঞ্জুর আহমেদ, বোরহান আহমেদ, শামিম, রাসেল আহমেদ, বেলাল হোসেন রুমি, এবং গিনেস বুকে স্থান করে নেয়া একমাত্র বাংলাদেশী ডেনমার্ক প্রবাসী  চিত্রশিল্পী রুহুল আমিন কাজল  অংশগ্রহণ করেন।
 
জাতীয় শোকদিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতাত্তোর সরকারের সাড়ে তিন বছরের সাফল্যের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
 
প্রবাসী বাংলাদেশীরা এ আলোচনা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। বক্তাগণ তাঁদের আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য দিক গুলোর উপর আলোকপাত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জীবনদর্শন থেকে শিক্ষা নেয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। 
 
এছাড়া প্রবাসী বাংলাদেশীরা জাতির পিতা ও তাঁর পরিবারের উপর যে নির্মম ও ঘৃণিত হত্যাযজ্ঞ চালানো হয় তার তীব্র নিন্দা জানান। রাষ্ট্রদূত জাতির পিতার স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে একটি অসাম্পদ্রায়িক, প্রগতিশীল এবং গনতান্ত্রিক স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সাফল্যের কথা তুলে ধরেন।  
 
পরে তিনি বাঙ্গালি জাতির সত্যিকার অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে সবাইকে যাঁর যাঁর অবস্থানে থেকে অবদান রাখার জন্য উদাত্ত আহবান জানান। দূতাবাসের আয়োজনে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
 
বিবার্তা/মাহবুব/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com