মুক্তিযোদ্ধা মিতিল ছিলেন দেশপ্রেমের প্রতীক: ভিএজিবি

মুক্তিযোদ্ধা মিতিল ছিলেন দেশপ্রেমের প্রতীক: ভিএজিবি
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৬, ০৯:৪৯:২৯
মুক্তিযোদ্ধা মিতিল ছিলেন দেশপ্রেমের প্রতীক: ভিএজিবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল ছিলেন দেশপ্রেম ও সাহসিকতার মূর্ত প্রতীক। দেশকে তিনি ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে। তাই তিনি মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচার ও নারীমুক্তি আন্দোলনের সাথে নিজেকে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন। রবিবার কানাডার মন্ট্রিয়লের ৬৭৬৭ কোট দ্য নেইজ মিলনায়তনে ভিএজি,বির উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা মিতিলের স্মরণসভায় বক্তারা একথা বলেন।
 
ভিএজিবি সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এই সভায় মুখ্য আলোচক ছিলেন লেখক-গবেষক তাজুল মোহাম্মদ এবং বিশেষ আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মেজর (অব.) দিদার আতাউর হোসেইন। আলোচনায় অংশ নেন ড. কুদরাতে খোদা, ড. সৈয়দ জাহিদ হোসেন, ড. রুমানা নাহিদ সোবহান, জিয়াউল হক জিয়া, গোলাম মুহিবুর রহমান, শামশাদ রানা, মাশরেকুল আলম খান, অপরাহ্ন সুষ্মিতো, দিলীপ কর্মকার, অ্যাডভোকেট শহীদুল ইসলাম খান, আরিয়ান হক, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, অধ্যাপক আবু হোসেন জয়, এডোয়ার্ড কর্নেলিয়াস গোমেজ ও সুনীল গোমেজ। 
 
এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন শরদিন্দু দাস, অলক চৌধুরী, মুফতি ফারুক, হামোম প্রমোদ সিনহা, অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন, তামকিন জাহান খান, মো. আশরাফুল কবির, মাসুম আনাম, আজম খান সুমন, নাহিদা আক্তার, মো. সিদ্দিক, মো. তোকাররফ হোসেন ও তাহিন হক।
 
বক্তারা বলেন, শিরীন বানু মিতিলের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার পদচিহ্নকে অনুসরণ করতে পারলে আমরা নিজেকেরকেই আলোকিত করবো।
 
সভার শুরুতে তার প্রতি সন্মান প্রদর্শনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
 
বিবার্তা/সদেরা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com