মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ীর মহানুভবতা

মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ীর মহানুভবতা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৬, ১২:২৮:৫০
মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ীর মহানুভবতা
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া
প্রিন্ট অ-অ+
মালয়েশিয়ায় শতাধিক এতিম ও দুস্থদের মাঝে অনুদান দিলেন বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী শহীদুল্লাহ শহীদ। রবিবার বন্দরনগরী পোর্ট ক্লাং এর পাংছাপুরিতে মিনি মার্কেট ও রেস্টুরেন্ট উদ্বোধন শেষে এ অনুদান বিতরণ করা হয়। 
 
এসময় ক্লাং সিটি প্রধান হাজি মো. ইয়াসিদ বিন বিদিন, মসজিদ কমিউনিটি প্রধান মো. আরশাদ, শহীদুল্লাহ শহীদের স্ত্রী ইনতান পিয়ানাসহ বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। 
 
ফিতা কেটে রেস্টুরেন্ট লিস ডিনার ও একটি মিনি মার্কেটের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে শতাধিক এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে অনুদান তুলে দেয়া হয়। একই সঙ্গে একটি মসজিদের জন্যও অনুদান দেন প্রবাসী ব্যবসায়ী শহীদুল্লাহ শহীদ। 
মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ীর মহানুভবতা
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালাউদ্দিন, ওহিদুর রহমান, বাবুল আক্তার, আক্তার হোসেন, রাজু ইমান আলি, ডক্টর আরিফ, মিনারুল, মিন্টু, মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুপুরের ভোজের মধ্য দিয়ে শেষ হয় পুরো অনুষ্ঠান।
 
বিবার্তা/আরিফ/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com