বৃটেনে বাংলাদেশী সলিসিটরদের নেটওয়ার্কিং ডিনার

বৃটেনে বাংলাদেশী সলিসিটরদের নেটওয়ার্কিং ডিনার
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৬, ২৩:০১:৩৮
বৃটেনে বাংলাদেশী সলিসিটরদের নেটওয়ার্কিং ডিনার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে লন্ডনের রিজেন্টস লেক হলে মঙ্গলবার বাংলাদেশী সলিসিটরদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটি’র নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। 
 
বিবিসিসিআই’র লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট এনাম আলী এমবিই। বিবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামানের এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশী বংশোদ্ভূত বিচারক বেলায়েত হোসেন ও বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম।
 
দুই সংগঠনের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পক্ষে বক্তব্য দেন- সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, কমিউনিটি অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. সানওয়ার চৌধুরী, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আবুল কালাম আজাদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল হেলাল খান, রফিক হায়দার, দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটির পক্ষে বক্তব্য দেন- ভাইস প্রেসিডেন্ট কালাম চৌধুরী, ফাউন্ডার প্রেসিডেন্ট সুহেল আহমেদ মকু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি দেওয়ান মেহেদী চৌধুরী, সেক্রেটারি জেনারেল সাইফ উদ্দিন খালেদ, প্রেসিডেন্ট এহসান হক।
 
বক্তারা বলেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির বর্তমান প্রজন্মকে চাকুরিসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো বৈষম্যের শিকার হতে হচ্ছে। বিভিন্ন এথনিক কমিউনিটির এই বৈষম্যের শিকারের বিষয়টি অনাকাঙ্খিত সত্য হিসেবে মন্তব্য করে বর্তমান বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ী ও সলিসিটরদের এই দুই সংগঠনের ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে এই বৈষম্যমূলক বিষয়গুলো সহজেই নিরসন করা সম্ভব হবে এবং বাংলাদেশী কমিউনিটি বৃটেনের মূলধারায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে।
 
বিবার্তা/বিজ্ঞপ্তি/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com