‘কাশেমের ফাঁসির রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে’

‘কাশেমের ফাঁসির রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে’
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩:০৮
‘কাশেমের ফাঁসির রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে’
সুইডেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলীর ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।
 
সর্বোচ্চ আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে সুইডেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ ইউসুফ আলী রতন প্রেরিত এক বিবৃতিতে সুইডেন আওয়ামী লীগের সভাপতি  এএইচএম জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ডা. ফরহাদআলী খান, সাবেক সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, মহিউদ্দিন আহমেদ লিটন, মাসুম বারী, জাহাঙ্গীর আহাম্মেদ, আতাউর রহমান, লায়লা আঞ্জুমান, আমিরুল ইসলাম, সালাম খান, আব্দুল মুহিত টুটু, জুলফিকার আলী, সেলিম সারোয়ার, শাহ্ আলী রিয়াজ, জাকারিয়া খন্দকার, রিপন আহাম্মেদ, খালেদ চৌধুরী, রাবেয়া ইসলাম, ইফতেখার আহমেদ জুয়েল, ওয়ালিদ হাসান জুয়েল, কামরুল হাসান, সাইদুজ্জামান শিকদার খোকা, নিলা চৌধুরী, মান্নান মোল্লাসহ সকল নেতা বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক এই রায়ে ৭১ এর মুক্তি যুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। এই রায়ে জাতির আনেক প্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। 
 
নেতৃবৃন্দ আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অর্থের মূল যোগানদাতা মীর কাশেম আলীর পতন হয়েছে। কাশেম আলী এই বিচার প্রক্রিয়া ব্যাহত করতে লবিইস্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিলিয়েছেন। প্রত্যাশিত রায়ের ফলে জাতি দায়মুক্তি পেলো। 
 
নেতৃবৃন্দ রাজাকার মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সফলতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।
 
বিবার্তা/জিয়া
 
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com