এনআরবি টিভির মন্ট্রিল স্টুডিও উদ্বোধন

এনআরবি টিভির মন্ট্রিল স্টুডিও উদ্বোধন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৬:৩৬
এনআরবি টিভির মন্ট্রিল স্টুডিও উদ্বোধন
কানাডা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কানাডায় প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিল স্টুডিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রবিবার পার্ক এক্সের ৮৯২ জ্যাঁতালো স্ট্রিটে ঘরোয়া আমেজে স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি টিভির প্রধান নির্বাহী (সিইও), সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন এনআরবি টিভির কো-চেয়ারপার্সন মাসকে জান্নাত ও ফিন্যান্স ডিরেক্টর কাজী আলম বাবু।

মন্ট্রিল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহলের উপস্থিতিতে উদ্বোধনী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী আলম বাবু। বাবু তার বক্তব্যে এনআরবি টিভিতে মন্ট্রিলভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালার এক সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। আগামী মাস থেকে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হ্যালো মন্ট্রিল’ সম্প্রচারের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি।

এনআরবির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম মিন্টু তার বক্তব্যে বলেন, মন্ট্রিলের ব্যবসায়ী সমাজকে শক্তিশালী করার পাশাপাশি এখানকার শিল্পী, সাহিত্যিকদের সরব অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ‘হ্যালো মন্ট্রিল’ ম্যাগাজিন অনুষ্ঠান যেমন প্রতি মাসে সম্প্রচারিত হবে, তেমনি মন্ট্রিলের বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, সমসাময়িক বিষয় নিয়ে ‘টক শো’ সহ নানা অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে।

শহিদুল ইসলাম মিন্টু তার বক্তব্যের এক পর্যায়ে এনআরবি টিভির মন্ট্রিল টিমের নাম ঘোষণা করেন। এ টিমে প্রোগ্রাম ডিজাইনার হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু, প্রোগ্রাম প্রডিউসার হিসেবে থাকবেন সাংবাদিক সদেরা সুজন ও তানভীর ইউসুফ রনী। সার্বিক দায়িত্বে থাকবেন এনআরবি টিভির ফিন্যান্স ডিরেক্টর, বাংলামেইলের নির্বাহী সম্পাদক কাজী আলম বাবু।

এনআরবি টিভির কো-চেয়ারপার্সন মাসকে জান্নাত বলেন, শিল্প-সংস্কৃতির দিক থেকে মন্ট্রিল অনেক এগিয়ে। তাই আমরা চাই এর উপস্থিতি থাকবে এনআরবি টিভিতে। মন্ট্রিলকে ঘিরে অনেক ধরনের অনুষ্ঠান করা হবে এবং তা গুরুত্বের সাথে সম্প্রচার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন রিয়েল এস্টেট ব্যবসায়ী আব্দুর রশিদ খান, জাহিদ খান, রাসেল মির্জা, মন্ট্রিলের জনপ্রিয় আবৃত্তিকার মুফতি ফারুক, অটোয়ার কবি শিরিন সুলতানা সাজি, সংগঠক সাইফুদ্দিন আহমেদ খান, মোস্তাফিজুর রহমান লাবু, রাজনীতিবিদ দিদার মাহমুদ ভুঁইয়া, হিন্দু অ্যাসোসিয়েশন অব কুইবেকের সাবেক সভাপতি পিনাকী ভট্টাচার্য, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হোসেন জয়, সাংবাদিক রুমু ইসলাম ও গোপেন দেব।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী আলম বাবু।  

বিবার্তা/সদেরা/নিশি 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com