রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তারই ছোট গল্প অবলম্বনে মেধাবী নাট্যনির্মাতা ও অভিনেতা সতীর্থ রহমান রুবেল নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মুক্তির উপায়’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন লিটু সাখাওয়াত।
রাজধানীর অদূরে পূবাইলে গ্রামীণ পরিবেশে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে শতাব্দী ওয়াদুদ অভিনয় করেছেন ফকির চাঁদ চরিত্রে, গোলাম ফরিদা ছন্দা অভিনয় করেছেন হৈমবতী চরিত্রে, তুষ্টি ছোট বউ চরিত্রে এবং পরিচালক সতীর্থ অভিনয় করেছেন মাখন লাল চরিত্রে।
ছন্দা বলেন, সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক যে ধরনের হয়ে থাকে তা থেকে আমরা একটু বের হয়ে আসার চেষ্টা করেছি। একটু কমেডি রাখার মধ্য দিয়ে চরিত্রগুলো ঠিক রেখে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন সতীর্থ। আশাকরি ভালো লাগবে দর্শকের।
শতাব্দী ওয়াদুদ বলেন, ভিন্ন ধরণের চরিত্রে নিজেকে নিয়ে খেলাই আমার অভিনয়ের আনন্দ। ফকির চাঁদ চরিত্রটি দারুণ একটি চরিত্র। কাজটি করে খুব ভালো লেগেছে।
তুষ্টি বলেন, এমন সাহিত্যধর্মী কাজ করতেই আমার বেশি ভালো লাগে।
পরিচালত সতীর্থ রহমান রুবেল জানান আসছে ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চ্যানেল আইতে ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।
এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়েই ছন্দা তার জীবনের প্রথম চলচ্চিত্র ‘বন্ধ দুয়ার’র শ্যুটিং শুরু করবেন। ছবিটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। অন্যদিকে শতাব্দী ওয়াদুদ অভিনীত তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি ‘কান ফ্যাস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে। এ নিয়ে শতাব্দী দারুণ খুশি।
বিবার্তা/অভি/ফারিজ/এম হায়দার