হলিউডে পা রাখার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলিউড ছবি ‘এক্স এক্স এক্স- দ্য রিটার্ন অব জেন্ডার কেস কানাডা’য় তাকে একঝলক দেখার জন্য অপেক্ষায় রয়েছে তামাম দুনিয়ার ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। মুক্তি পেল দীপিকার হলি ডেবিউ ‘xxx’-এর টিজার।
সোমবার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ট্রিপল এক্স’ সিরিজের চতুর্থ ছবির পৃথক দুটি টিজার শেয়ার করেন দীপিকা ও ভিন ডিজেল। সেখানে দীপিকার লুক দেখে অবাক সবাই। কালো আউটফিট, লাল ঠোঁটের অনবদ্য দীপিকা নজর কেড়েছেন সকলের।
টিজার দেখে বোঝাই যাচ্ছে, ভিন ডিজেল ও দীপিকা আবেদনময় রসায়ন আর রুদ্ধশ্বাস মারামারিতে ভরপুর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’। একটি দৃশ্যে দীপিকার মুখে সংলাপ ছিলো এমন- ‘এখানে তুমি যে কারণেই আসো না কেনো, খুব বেশি দেরি কোরো না।’
ডিজে ক্যারাসো পরিচালিত ছবিটিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা। তিনি ভিন ডিজেলের নায়িকা। ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটা প্রথম জানিয়েছেন নায়িকা নিজেই। আর মাত্র কয়েক দিনের মধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পাবে। সব মিলিয়ে এখন ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক।
ট্রিপল এক্স -এর অ্যানিমেশন লোগো
ট্রিপল এক্স -এর টিজারে দীপিকার একঝলক
বিবার্তা/জাকিয়া/যুথি