‘বাহুবলি-২’ ছবির দৃশ্য ফাঁস

‘বাহুবলি-২’ ছবির দৃশ্য ফাঁস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০২:০০
‘বাহুবলি-২’ ছবির দৃশ্য ফাঁস
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+
‘বাহুবলি’ ছবি নিয়ে দর্শকদের জল্পনা-কল্পনার অন্ত নেই। কারণ গত কছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি ছিল এটি। আর তাই বাহুবলী-২ নির্মাণের সিদ্ধান্ত নেন পরিচালক এসএস রাজামৌলি। শুধু সিদ্ধান্ত নয়, ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তিনি। তবে নতুন খবর হচ্ছে সম্প্রতি ছবিটির ধারণকৃত কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
 
সিনেমাটির নির্মাণ থেকে শুরু করে সব কিছুতেই বেশ গোপনীয়তা রেখেছিলেন পরিচালক থেকে শুরু করে ছবির অভিনেতা-অভিনেত্রীরাও। কিন্তু সম্প্রতি এ সিনেমার শুটিং সেটের ছবি টুইটারে ফাঁস হয়েছে। ছবি ফাঁস হওয়ার পরই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠে।
‘বাহুবলি-২’ ছবির দৃশ্য ফাঁস
 
প্রকাশিত ছবিতে দেখা যায়- চারিপাশে পাহাড়। তার মধ্যে শুটিং করছেন সিনেমার কলাকুশলীরা। ছবি দেখে বুঝা যায়- অনেক উপর থেকে ফাঁস হওয়া ছবিগুলো তোলা হয়েছে। ‘বাহুবলী টু’ সিনেমার নায়ক প্রভাসের একটি ফেক আইডি থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছে। তারপর ছবিগুলো নিয়ে অনেকে রিটুইট করেন।
 
অবশ্য কিছুদিন আগে এ সিনেমার পরিচালক রাজ মৌলি তার টুইটার অ্যাকাউন্টে ‘বাহুবলী টু’র প্রথম ঝলক প্রকাশ করেন। ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ অর্থাৎ ‘বাহুবলী টু’ সিনেমায় অভিনয় করছেন, প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়াসহ অনেকেই। এটি নির্মাণ হচ্ছে তামিল এবং তেলেগু ভাষায়। ছবিটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
Comments section Loading...
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com