‘সরস্বতী বিদ্যাবতী’ শুভশ্রী

‘সরস্বতী বিদ্যাবতী’ শুভশ্রী
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৬:৩৩
‘সরস্বতী বিদ্যাবতী’ শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+
সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’। এতে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়ক ওম ও নায়িকা শুভশ্রী। ইতিমধ্যে ছবির ট্রেলার এবং কয়েকটি গান প্রকাশ পেয়েছে। এবার প্রকাশ পেল ছবির আরেকটি নতুন গান ‘সরস্বতী বিদ্যাবতী’। 
 
সাব্বির কম্পোজিশনে গানটি গেয়েছেন পলক। ছবিতে আরও একবার কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। সেখানেই চিত্রনাট্যের প্রয়োজনে এসেছে পরীক্ষা। আর পরীক্ষার প্রস্তুতির আগে গানটি গাইতে শোনা যাবে নায়িকাকে। সাথে রয়েছেন ওম। 
 
যেহেতু ‘প্রেম কি বুঝি নি’ কলেজ লাভ স্টোরি। তাই সেখানে প্রথমে অপছন্দ, তারপর বন্ধুত্ব, তার তারপর প্রেম, মনমালিন্য, ভুল বোঝাবুঝি শেষে হ্যাপি এন্ডিং সব রশদই রয়েছে।
 
ইংল্যান্ডে বড় হয়েছে ওম। পড়াশোনায় তুখড়। এদিকে বাংলা মিডিয়ামের মেয়ে শুভশ্রী। পড়াশোনা করতে ইংল্যান্ডে আসে। তাও আবার ওমের বাড়িতে। সেখানেই আলাপ রাজের সাথে। যা গড়ায় বন্ধুত্বে। তবে সেই বন্ধুত্ব যে আসলে ভালবাসা যা বোঝার আগেই রাজ-পারোর মাঝে চলে আসে তৃতীয় জন। এগিয়ে যায় ছবির কাহিনি। 
 
জাজ ও এসকে মুভিজ প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, শুভাশিষ মুখার্জী, হাসান ইমাম ও রেবেকা। শুটিং হয়েছে ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশে। আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘প্রেম কি বুঝিনি’।
 
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: bbartanational@gmail.com, info@bbarta24.net

© 2025 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com