শাবিপ্রবিতে জঙ্গিবিরোধী বিশেষ কমিটি গঠন

শাবিপ্রবিতে জঙ্গিবিরোধী বিশেষ কমিটি গঠন
প্রকাশ : ১৯ জুলাই ২০১৬, ২০:২৭:৫৭
শাবিপ্রবিতে জঙ্গিবিরোধী বিশেষ কমিটি গঠন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস দমনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট প্রক্টরদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার এ তথ্য জানান।
 
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে আব্দুল আজিজ নামে শিল্প উৎপাদন কৌশল (আইপিই) বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
 
আটক আজিজের গ্রামের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
চলমান জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে তিনি বলেন, ছাত্র উপস্থিতির ব্যাপারে তথ্য অবহিত করতে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে। এছাড়া বুধবার বিশেষ কমিটির বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
 
এদিকে, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, শাবি শিক্ষার্থী আজিজকে জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, ঢাকা।
 
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, আজিজকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে।
 
বিবার্তা/নাজিম/লিয়ন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com