৬ দফা দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

৬ দফা দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১৬:০৮:৫৩
৬ দফা দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
মৌলবাদ ও জঙ্গিবাদ রুখতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করণসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
 
মঙ্গলবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় ও সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জুনায়েদ হাসান।  
 
বিক্ষোভকারীদের দাবিগুলো হল- নতুন হলের নাম ‘রোকেয়া হল’ করা, ক্যাম্পাসে পূর্ণাঙ্গ রেলওয়ে স্টেশন, সপ্তাহে সাত দিন লাইব্রেরি খোলা রাখা, ছাত্রবৃত্তি বৃদ্ধি করা, শিক্ষা ও গবেষণাখাতে বরাদ্ধ বৃদ্ধি করা ও মৌলবাদ ও জঙ্গীবাদ রুখতে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।   
 
বিবার্তা/শাহীন/ফারিজ 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com