শাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

শাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৬, ১৯:৩২:৩৭
শাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬
শাবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় কর্মী আহত হয়েছেন।
 
রবিবার দুপুর ২টার দিকে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাশ সমর্থিত রনি-সাখাওয়াত গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
 
ফুটবল টুর্নামেন্টের কমিটি নিয়ে শনিবার রাত থেকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রবিবার দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতরা হলেন রনি-সাখাওয়াত গ্রুপের ফাইয়াজ, শুভন ও ফয়সাল এবং ইমরান গ্রুপের সজিব, কামরুল ও মনোয়ার।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রনি-সাখাওয়াত গ্রুপের সমর্থক মাহবুব (লোক প্রশাসন বিভাগ)  রবিবার দুপুর ২টায় ক্যাম্পাসের ফুডকোর্টে সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থক সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী কামরুলের ওপর হামলা করে। এ ঘটনার জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ছয়জন আহত হন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে শাবি নেতারা আলোচনায় বসে বিষয়টি সমাধান করেন।
 
এ বিষয়ে ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস বলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে বিষয়টি সমাধান করা হয়েছে।
 
সাধারণ সম্পাদক ইমরান খান জানান, সাময়িক ভুল বোঝাবুঝির কারণে জুনিয়রদের মধ্যে সমস্যা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
বিবার্তা/নাজিম/লিয়ন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com