শাহজালালে ৩৭০ কেজি প্রসাধনীসহ আটক ৬

শাহজালালে ৩৭০ কেজি প্রসাধনীসহ আটক ৬
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ২০:৪৮:৪০
শাহজালালে ৩৭০ কেজি প্রসাধনীসহ আটক ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭০ কেজি প্রসাধনী সামগ্রীসহ ছয়জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার সকালে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- কুমিল্লার শাহীন আলম, ডালিম হোসাইন, বাবুল ও মিনার; মাদারীপুরের মো. মোশারফ ব্যাপারী এবং নারায়ণগঞ্জের শেখ খুরশিদ আলম।
 
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান, ওই ছয়জন পাকিস্তানের করাচি হয়ে কলম্বো থেকে মিহিন লঙ্কার একটি ফ্লাইটে শনিবার সকালে ঢাকায় নামেন।
 
তিনি বলেন, ব্যাগেজ বিধিমালা অনুসারে এসব বাণিজ্যিক পণ্য আনার কোনো ঘোষণা তারা দেননি । ফ্লাইট শাহজালালে আসার পর তাদের ২৩টি ব্যাগ শনাক্ত করা হয়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে আনা কসমেটিক্স পাওয়া যায়।
 
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, পাকিস্তানের গোরি ও চাঁদনী ব্র্যান্ডের এসব প্রসাধনী ‘স্কিন কেয়ার ও বিউটিফিকেশনের’ কাজে ব্যবহার করা হয়। আমদানি নীতি অনুযায়ী বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব প্রসাধনী ব্যাগেজে করে আমদানি করা যায় না। আটক প্রসাধনীর বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান মঈনুল খান।
 
বিবার্তা/আমিন/রয়েল
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com