কলম্বিয়ার প্রধান বামপন্থী বিদ্রোহী সংগঠন দ্য রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও সরকারের মধ্যকার শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে দেশটির সাধারণ নাগরিকেরা। রবিবার দেশটিতে অনুষ্ঠিত গণভোটে এ তথ্য উঠে এসেছে।
গণভোটের ফলাফলে দেখা যায় ৫০.২৪ শতাংশ ভোটার এই শান্তি চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে এর পক্ষে ভোট দেন ৪৯.৮ শতাংশ ভোটার। এ গণভোটে এক কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৬৩ হাজার ভোটর অংশ নেন।
চার বছরের আলোচনা শেষে গত সপ্তাহে কলম্বিয়া সরকার ও ফার্ক একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। ক্যারিবিয়ান শহর কার্টাজেনায় এ চুক্তিতে সই করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস ও বিদ্রোহী নেতা তিমোলিওন জিমেনেজ। এসময় তিমোলিওন তার গোষ্ঠীর বিদ্রোহ চলার সময়ে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য জনগণের কাছে ক্ষমা চান।
১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে মার্কসপন্থী সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ। সূত্র: বিবিসি ও সিএএন
বিবার্তা/নিশি
>> বুলেট দিয়েই ৫২ বছরের বিদ্রোহের অবসান