নেশাগ্রস্ত এক ছাত্রদলকর্মীকে পিটিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ কর্মীরা। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ও ছাত্রদলকর্মী অনিক কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে নতুন ভবনের সপ্তম তলায় গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে ছাত্রলীগের আগুন-শিশির গ্রুপের কর্মী হীরা, নাহিন, হৃদয়, সাদিক, ফাহাদসহ কয়েকজন ছাত্রলীগকর্মী অনিককে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
ছাত্রদলকর্মী অনিক বর্তমান সরকারের প্রথম মেয়াদে বিশ্ববিদ্যায় ছাত্রলীগের একটি অঞ্চলিক গ্রুপের সাথে রাজনীতি করতেন। বিগত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগে ছাত্রদলে যোগ দেন। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
ছাত্রদলের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, অনিক জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক কাওছার গ্রুপের কর্মী।
জবি শাখা ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম বলেন, অনিক ছাত্রদল করে। আমি অনিকের সঙ্গে কথা বলতে পারিনি। তবে বিষয়টি আমি জানি।
এ ব্যাপারে জবি ছাত্রলীগে প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশির বলেন, ছাত্রদলকর্মী অনিক ক্যাম্পাসে নেশা করছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগকর্মীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এ ব্যাপারে জবি প্রক্টর ড. নুর মুহাম্মদ বিবার্তাকে বলেন, আমি শুনেছিলাম এমন একটা ঘটনা ঘটেছে। আমি কিছুটা অসুস্থ ও ছুটিতে থাকায় স্পস্ট কিছু বলতে পারছি না।
এ ব্যাপারে কতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, থানার বাইরে থাকায় আটকের ব্যাপারটি আমি জানি না।
বিবার্তা/আদনান/কাফী