খেলা চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠে ঢুকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে জড়িয়ে ধরা ভক্ত মেহেদী হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মিরপুর মডেল থানা থেকে ছাড়া পেলেন তিনি।
মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব জানান, মেহেদীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার আফগানিস্তানের সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে ঢুকে পড়েন মেহেদী। তখন বল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাসকিন। মেহেদী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন মাশরাফিকে। মাশরাফি তাকে শুরুতে আগলে রাখলেও স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পুলিশ মিরপুর থানায় নিয়ে রাখে। ওই তরুণের সঙ্গে তার আরো তিন বন্ধুকেও ধরে নিয়ে যাওয়া হয়। ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিনভর তদন্তও চালায় পুলিশ।
পুলিশ জানায়, ওই তরুণদের কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ না পাওয়ায় রবিবার রাতে তাদের ছেড়ে দেয়া হয়।
বিবার্তা/আমিন/রয়েল