বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই নিয়োগ পরীক্ষা ২০১৫-এ ১ হাজার ৫১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
বুধবার পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।
তিনি বলেন, চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীতদের পুলিশ ভেরিফিকেশনের পর রাজশাহীর সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগের এই পরীক্ষায় ২০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেন বলে জানান কামরুল।
পুলিশ সদর দফতরের এই জনসংযোগ কর্মকর্তা আরো জানান, ওই পরীক্ষার্থীদের তাদের মধ্যে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হন ৪ হাজার ১৮১ জন। সেখান থেকে ১ হাজার ৫১৭ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে।
বিবার্তা/আমিন/রয়েল