বাংলাদেশ বিমানবাহিনীতে এসএসসি পাশে নিম্নে উল্লেখিত পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-
পদ এবং শিক্ষাগত যোগ্যতা
টেকনিক্যাল ট্রেড : এসএসসি বিজ্ঞান (জীববিজ্ঞানসহ) শাখায় ন্যূনতম জিপিএ-৩.৫০/সমমান
নন-টেকনিক্যাল, প্রোভোস্ট ও জিসি ট্রেড : এসএসসি ন্যূনতম জিপিএ ৩.৫০/সমমান
মিউজিক : এসএসসি ন্যূনতম জিপিএ ২.৫০/সমামন।
সাইফার অ্যাসিস্ট্যান্ট : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা/সমমান অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক।
শিক্ষা প্রশিক্ষক : বিএ/ বিএসএস পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা
জাতীয়তা : বাংলাদেশি পুরুষ নাগরিক।
বয়স : ১৬-২১ বছর (৩০ মার্চ ২০১৭) সকল ট্রেডের প্রার্থীদের জন্য।
সর্বোচ্চ ২৬ বছর (৩০ মার্চ ২০১৭) মিউজিক ট্রেডের প্রার্থীদের জন্য।
সর্বোচ্চ ২৮ বছর (৩০ মার্চ ২০১৭) শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের জন্য।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, প্রোভোস্ট, জিসি ট্রেড, মিউজিক প্রার্থীদের জন্য)
অবিবাহিত/বিবাহিত : সাইফার অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষা প্রশিক্ষক প্রার্থীদের জন্য।
উচ্চতা : টেকনিক্যাল ট্রেড, নন-টেকনিক্যাল, মিউজিক, সাইফার অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষা প্রশিক্ষক পদে আবেদনের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রোভোস্ট ও জিসি ট্রেড পদে আবেদনের জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে।
বুকের মাপ : ন্যূনতম ৭৬ হইতে ৮১ সে.মি. (৩০ ইঞ্চি -৩২ ইঞ্চি)
চোখ : ৬/৬ অথবা বিধি অনুযায়ী।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে।
নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ
টেকনিক্যাল ট্রেড : লিখিত পরীক্ষা (আইকিউ, গণিত, পদার্থ বিজ্ঞান), ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
নন-টেকনিক্যাল, প্রোভোস্ট, জিসি ট্রেড, মিউজিক, সাইফার অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষা প্রশিক্ষক : লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি), ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
আবেদনের সময়সীমা
আগামী ১৬ আগস্ট থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে (বিজ্ঞাপনে উল্লেখিত) নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ পরীক্ষা প্রতিদিন সকাল ৮টায় শুরু হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা দুইভাবে বিমানসেনা পদে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ১৫০ টাকা পে-অর্ডারের বিনিময়ে সরাসরি বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে ১৫০ টাকা আবেদনপত্রের মূল্য বাবদ পরিশোধ করতে হবে।
বিবার্তা/জাকিয়া/যুথি