হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল পৌনে ১১টায় তাকে বহনকারী একটি হেলিকপ্টার চিলমারীতে পৌঁছায়।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধা পাবেন দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার। চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগান নিয়ে শুরু হচ্ছে পল্লী রেশনিং কার্যক্রম।
চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও আগামী বছরের মার্চ ও এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওয়তায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো। কুড়িগ্রাম জেলার নয় উপজেলার এক লাখ ২৫ হাজার ২৭৯ পরিবার এ সুবিধার আওতায় আসবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে চিলমারীসহ পুরো জেলা। চাল বিরতণ কর্মসূচির উদ্বোধন ছাড়াও একটি সুধী সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিবার্তা/জাকিয়া/যুথি