বাংলাদেশ সেতু বিভাগের মহাপ্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৩৮ ভাগ কাজ শেষ হয়ছে। বাকি কাজ যথা সময়ের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় শেষ হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী বছর শুরু হবে ৭০৩ কি.মি. সীমান্ত সড়কের নির্মান কাজ। দেশের ১ম কক্সবাজার মেরিন ড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন আগামী বছরের মার্চে।
তিনি রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে যাতায়তের সময় কমিয়ে আনার বিষয়ে বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিবেটড সড়কের নির্মাণ কাজ শেষ হলে ২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ব্যাংক এর প্রধান নির্বাহী ইসতিয়াক আহমেদ, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী প্রমুখ।
বিবার্তা/সুমন/যুথি