দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১০ অক্টোবর পর্যন্ত চালনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংসদ ‘কার্য উপদেষ্টা কমিটি সভায় রবিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ. স. ম ফিরোজ এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
বিবার্তা/রোকন/কাফী