প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরকালেও দেশের গুরুত্বপূর্ণ সরকারি জরুরি কাজ করে যাচ্ছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে দেশত্যাগ করার পর থেকেই তিনি এ কাজ করছেন।
প্রধানমন্ত্রী রবিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আরো ১৫ টি গুরুত্বপূর্ণ ফাইলে ইলেকট্রনিক স্বাক্ষর দিয়ে তা অনুমোদন করেন। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার সকালে মিডিয়াকে বলেন, ওই ১৫টি ফাইলসহ তিনি গত দুইদিনে মোট ২৪টি জরুরি ফাইল অনুমোদন করেছেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়টি গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন করেন।
করিম বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর সরকারি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি সব ফাইল অব্যাহতভাবে তাঁর কাছে পাঠাতে তাঁর দপ্তরকেও নির্দেশ দিয়েছেন।’
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়।
প্রধানমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং এর পরদিন দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে দলটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা এবং কানাডার সঙ্গে ‘ফলপ্রসূ’ দ্বিপক্ষীয় আলোচনার জন্য তাঁকে সংবর্ধনা দেবে।
বিবার্তা/জিয়া