৪০ বছরে নৌ দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার প্রাণহানি

৪০ বছরে নৌ দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার প্রাণহানি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৮:১৯
৪০ বছরে নৌ দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার প্রাণহানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
১৯৭৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিগত ৪০ বছরে ৫৯৫টি নৌদুর্ঘটনায় ৪ হাজার ৬৭১ জনের প্রাণহানি ঘটে। 
 
বুধবার সংসদে সরকারি দলের সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পক্ষে পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একথা বলেন। 
 
মন্ত্রী বলেন, বিগত ৪০ বছরে নৌদুর্ঘটনায় ৫১০ জন আহত হন এবং ৪৬৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। 
 
তিনি বলেন, ২০০৩ সালে সর্বাধিক মানুষের প্রাণহানি ঘটে। তখন ৩১টি নৌ-দুর্ঘটনায় ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়। এছাড়া ১৯৮৬ সালে ১১টি নৌ-দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু ঘটে, ১৯৯৪ সালে ২৭ টি নৌ-দুর্ঘটনায় ৩০৩ জনের মৃত্যু ঘটে, ২০০০ সালে ৯টি নৌ-দুর্ঘটনায় ৩৫৩ জন, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনা ঘটে এতে ২৪৮ জনের প্রাণহানি ঘটে। 
 
এছাড়া ২০০৯ সালে ৩৪টি নৌ-দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটে।
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com