জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগ দিয়েছেন। তিনি সকাল ১০টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কেআইবির সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানটির আয়োজক কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ।
দেশের কৃষি উন্নয়ন, সম্প্রসারণ, সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরতে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্স শুরু হয়েছে।
দুদিন ব্যাপী এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, সাবেক উপাচার্য অধ্যাপক এমএ সাত্তার মণ্ডল, বিশ্বখাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি, আন্তর্জাতিক কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ দেশি বিদেশি কৃষি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সেসনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিবার্তা/জেমি/জিয়া