আগেও বিভিন্ন বাসে উঠে ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার রীতিমত টিকিট কেটে যাত্রী বেশে বাসে ভ্রমণ করলেন তিনি।
বিআরটিসির বাসে যাত্রীদের সঙ্গে বসা একটি ছবিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দোতলা বাসে মতিঝিল যান তিনি। এসময় যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিআরটিসির পরিচালক (প্রকৌশল) ও মতিঝিল ডিপোর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এসব তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রীর সঙ্গে থাকা এই কর্মকর্তা জানান, সকাল ৯টা ৫০ মিনিটে মন্ত্রী আসাদগেট থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বিআরটিসির নন-এসি দোতলা বাসে ওঠেন। ৫০ মিনিট পর তিনি মতিঝিলে পৌঁছান। ভ্রমণকালে মন্ত্রী নিজেই যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা বাসের বিভিন্ন সিট ভাঙা এবং ফ্যান ও জানালায় পর্দা না থাকায় মন্ত্রীর কাছে অভিযোগ করেন।
তিনি আরো জানান, এরপর মন্ত্রী বিআরটিসির পরিচালক (প্রকৌশল) ও মতিঝিল ডিপোর ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বেলা ১১টা ৫০ মিনিটে ফার্মগেট থেকে আব্দুল্লাহপুরগামী বিআরটিসির (এসি) বাসে ওঠেন বলে জানান আবু নাসের।
নানা অনিয়মের অভিযোগ পেয়ে দু'মাস আগে মন্ত্রী বিআরটিসির (এসি) বাস পরিদর্শন করেছিলেন। এবার বাসের পরিস্থিতি আগের তুলনায় ভালো।
বিবার্তা/রোকন/কাফী