টঙ্গীর বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েল কারখানায় সেনাবহিনীর ডগ স্কোয়াড দিয়ে ধ্বংসস্তুপে লাশের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডগ স্কোয়াড দিয়ে অভিযান পরিচালিত হয়। তবে, নতুন কোনো লাশ উদ্ধার হয়নি।
টঙ্গী মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার ধ্বংসস্তুপের ভেতর সেনাবহিনীর প্রশিক্ষিত চারটি কুকুর দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ পর্যন্ত ট্যাম্পাকো দুর্ঘটনায় ৪০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। লাশ শনাক্ত হয়েছে ৩২টি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ রয়েছে আটজনের। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।
গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
বিবার্তা/রোকন/কাফী