আজ ফিরছেন প্রধানমন্ত্রী

আজ ফিরছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৪:২৯:৩৭

আজ ফিরছেন প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ ও বিদেশ সফর শেষে শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।  
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাএসময় গণভবনে যাওয়ার পথে বিভিন্ন মোড়ে ফুল আর ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করা হবে বলেও জানা যায়।  
 
প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে উপলক্ষ করে ফুল ছিটিয়ে সংবর্ধনা জানিয়ে তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবর্ধনার বিষয়ে বলেন, ‘বাঙালি জাতি শেখ হাসিনার হাত থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি।  দিন রাত তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এর প্রতিদানে আমরা কিছু দিতে পারবো না।  তাই শুধু ফুল দিয়ে তাকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’
 
এর আগে ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রওনা হন। ২০ সেপ্টেম্বর তিনি অধিবেশনে যোগ দেন।
 
জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনাসহ বহুমাত্রিক অবদানস্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ পদকে সম্মানিত করা হয়।
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com