কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় দেড় ঘণ্টা বিলম্বে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি অবতরণ করল।
প্রায় দুই সপ্তাহের যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণে বাংলাদেশ ও তার সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদসহ অন্য সব সংকট মোকাবেলায় বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান। সেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজনীতিক, আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা ও সামাজিক প্রতিষ্ঠান নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
শেখ হাসিনা দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদানস্বরূপ জাতিসংঘ পদক ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন।
বিবার্তা/আমিন/রয়েল