উৎপাদনশীলতা উন্নয়নের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

উৎপাদনশীলতা উন্নয়নের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৮:২১:১৭
উৎপাদনশীলতা উন্নয়নের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
 
এজন্য সর্বস্তরের জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতাবোধ সৃষ্টি করা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এটি এক অপরিহার্য উপাদান।
 
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
 
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে রবিবার জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৬ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নেরও এটি চাবিকাঠি।
 
দিবসটি পালনের মাধ্যমে সর্বস্তরের জনগণ উৎপাদনশীলতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট হবে এবং উৎপাদনশীলতা আন্দোলন আরো বেগবান হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন । 
 
প্রধানমন্ত্রী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৬’- এর সার্বিক সাফল্য কামনা করেন।
 
বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com