১২ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

১২ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৩:১৪:৩৩
১২ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
 
মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক সাংবাদিকদের জানান, ইলিশ ধরা নিষিদ্ধের সময় বৃদ্ধি এবং বঙ্গোপসাগরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কারণে ইলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ২২ দিন চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার সব নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।
 
এই ২২ দিন ইলিশ আহরণ, বিতরণ, বিপণন, কেনাবেচা, পরিবহন, মজুদ, বিনিময়সহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় মাছের আড়ত, হাটবাজার ও বিপণিবিতানগুলোতে (চেইন শপ) অভিযান পরিচালিত হবে।
 
বিবার্তা/প্লাবন/সফিকুল
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com