সোবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে রতনা (১৪) নামের এক গৃহকর্মী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তার শরীরের ৫০ শতাংশ আগুনে ঝলসে যায়।
উত্তরা ১২ নং সেক্টর, ১২ নং রোডের ১১নং বাসার পঞ্চম তলায় একটি ফ্লাটে সে মিরপুর থানা অফিসার এ কে এম শামসুদ্দোহার বাসয় কাজ করত।
গৃহকর্তা শামসুদ্দোহা জানান, রতনা বেশি বেশি খেতে চাইতো। এটা নিয়ে রাগ করায় সে অভিমান করে ভাতরুমে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করাই। কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে।
রতনার নানী রহিমা জানায় ৩ মাস ধরে রতনা এই বাসায় কাজ করে।
বিবার্তা/আলী/জিয়া