প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য আটক

প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য আটক
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৬, ১৩:৫৮:৫৪
প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস প্রতারণা চক্রের ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের ( পশ্চিম) বিভাগ। এসময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও বিভিন্ন রকম সফটওয়্যার জব্দ করা হয়।
 
সোমবার সকালে ডিএমপি যুগ্ম কমিশনার আবদুল বাতেন ডিএমপি মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
 
আটককৃতরা হলো মো. আল রাবীত, মো. রিয়াজ ভূইয়া, মো. মেহেদি হাসান, মো. নজরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান। 
 
ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে ভূয়া পেজ খুলে এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পরিবর্তনের নামে গুজব ছড়িয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া তারা ম্যাজিক কল ও ম্যাজিক এসএমএস নামক নিজেস্ব উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল ও প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। এসব কাজে তারা অনেক সময় ভিওআইপি কল প্রযুক্তি ব্যবহার করত।
 
আটককৃত বিরুদ্ধে রমনা থানায় ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৫,৬,১৩ ধারায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১৩ এর ৫৭ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।
 
বিবার্তা/আলী/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com