পেটের ভেতর প্রায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবা বড়িসহ শুল্ক গোয়েন্দা বিভাগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমাম হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে।
রবিবার কক্সবাজার থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তাসনিম ফকরুল নামে ওই যাত্রী অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক পরীক্ষায় তার পেটের ভেতর ইয়াবা থাকার নমুনা ধরা পড়ে।
শুল্ক কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী স্বীকার করেন, তার প্রকৃত নাম ইমাম হোসেন (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফের আবদুল আমিনের ছেলে। তার পেটে সাড়ে চার হাজার ইয়াবা থাকার কথাও স্বীকার করেন তিনি। পরে এসব ইয়াবা উদ্ধার করতে র্যাব-পুলিশের হেফাজতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড, মইনুল খান বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তাসনিম ফকরুল নামে ঢাকায় আসেন আটক যাত্রী ইমাম হোসেন। প্রাথমিকভাবে পরীক্ষা ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, যাত্রী ইমাম হোসেনের পেটের ভেতর বিশেষ কায়দায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবা বড়ি লুকানো আছে।
বিবার্তা/রোকন/কাফী