হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ বিমান ও এয়ার অ্যারাবিয়ার চার কর্মচারী। পরে এ চারজনকে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এর মধ্যে দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ওই চারজনকে মোবাইল সেটসহ আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এরা হলেন, এয়ার অ্যারাবিয়ার দুই ট্রাফিক সহকারী জিসান আহমেদ (২৬) ও মো. ইস্রাফিল (৪৫) এবং বাংলাদেশ বিমানের দুই ট্রাফিক সহকারী জিয়াউর রহমান (৩৬) ও নজরুল ইসলাম (৪৭)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, সকাল ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ থেকে মালামাল নামানোর কাজ চলছিল। এ সময় আটক চারজন লাগেজ কেটে মোবাইল চুরি করার সময় এপিবিএন সদস্যরা তাঁদের আটক করেন।
পরে তাঁদের বিমানবন্দরের নির্বাহী হাকিমের আদালতে পাঠানো হয়। জিসান ও ইস্রাফিলকে এক বছর করে এবং জিয়াউর ও নজরুলকে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মুহম্মদ ইউসুফ।
বিবার্তা/রোকন/কাফী