তেজগাঁওয়ে গ্রেফতার ৩ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

তেজগাঁওয়ে গ্রেফতার ৩ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৬, ০৯:৪৪:৪৫
তেজগাঁওয়ে গ্রেফতার ৩ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
সন্ত্রাস ও সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পশ্চিম নাখাল পাড়া এলাকায় থেকে গ্রেফতার তিন শিবির কর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
 
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিন শিবিরকর্মী আবুল কাহহার মিশকাত (২৫), তৌফিকুর রহমান তুহিন (২৪) ও মো. আল আমীনের (২১) বিরুদ্ধে সোমবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। 
 
তিনি জানান, তিন শিবিরকর্মী সরকার বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। তারা তেজগাঁও থানার পশ্চিম নাখাল পাড়া এলাকায় ১৩/১ রুবি ভিলার ছয় তলা ভবনের পাঁচ তলায় একটি মেস ভাড়া করে থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪টি সরকার বিরোধী বক্তব্য সম্বলিত বই, ২৬টি ছোট বড় ডায়েরি, ৯০টি ইসলামী ছাত্র শিবিরের লিফলেট এবং ৮টি ইসলামী ছাত্র শিবিরের চাদা আদায়ের বই উদ্ধার করা হয়।
 
পরে তাদের থানায় সোপর্দ করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
 
মাজহারুল ইসলাম আরও বলেন, মঙ্গলবার সকালে আসামিদের কোর্টে চালান করা হবে এবং আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
 
শিবির কর্মী আল আমীনের মামাতো ভাই সগির জানান, তারা সবাই মাদ্রাসার ছাত্র ছিলো তবে তারা শিবির কর্মী ছিলো কিনা তা জানি না। 
 
বিবার্তা/আলী/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com