খিলক্ষেতে ফেসবুক আইডি হ্যাকার গ্রেপ্তার

খিলক্ষেতে ফেসবুক আইডি হ্যাকার গ্রেপ্তার
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৬, ১২:৩৮:৪৬
খিলক্ষেতে ফেসবুক আইডি হ্যাকার গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায় করা প্রতারক চক্রের আজাদ হোসেন নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। 
 
সোমবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টের জন্য ব্যবহৃত চারটি সিমকার্ড উদ্ধার করা হয়। ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।
 
ফেসবুক পেজে জানানো হয়, তাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম বেশ কয়েক দিন ধরে পরিচালিত সাইবার (অনলাইন ইন্টারনেট) গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ওই চক্রের সন্ধান পায় এবং চত্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
ডিএমপি মিডিয়া ডিসি মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত জানায়, সে wapka.mobi নামক domain-এ ফ্রি ওয়েব ফিশিং সাইট খুলে লাইক বাড়ানো এবং চটকদার ভিডিও দেখানোর কথা বলে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তিকে Inbox-এ মেসেজ পাঠায়। পরে তার পাতা ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড খোয়া যায়। পরে ওই চুরি করা আইডি ও পাসওয়ার্ড দিয়ে আসামি অ্যাকাউন্টটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিনিময়ে অ্যাকাউন্ট ফেরত দেবে বলে ব্ল্যাকমেইল করে। কিংবা অ্যাকাউন্টের বিভিন্ন বন্ধুকে বিপদে পড়েছে বলে সহানুভূতি চেয়ে টাকা বিকাশ করে দিতে বলে।
 
গ্রেপ্তার আজাদ হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে ফেসবুক পেজে জানানো হয়।
 
বিবার্তা/ আলী/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com