গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তামিম, মারজান ছাড়াও আরও সাত-আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, তামিম, মারজান ছাড়াও গুলশান হামলার সাথে জড়িত ৭ থেকে ৮ জনকে সনাক্ত করতে পেরেছি। তবে এখনো তাদের ছবি বা প্রকৃত নাম পাইনি। ধারণা করা হচ্ছে তারা সবাই দেশের ভেতরেই আছে। তদন্ত কাজ শেষে জানা যাবে তারা কে কোথায় আছে এবং তারা কে কি করে।
মারজান সম্পর্কে তিনি বলেন, কয়েক দিন আগে মারজানের ছবি গণমাধ্যমে প্রকাশ করেছিলাম তার তথ্য ও প্রমানের জন্য। গতকাল তাদের পরিবার এসেছিলো। তারা বলেছেন তিনিই মারজান।
মনিরুল ইসলাম আরও বলেন, মারজান সম্পর্কে আরও তথ্য জানতে তার বাবা-মা, প্রতিবেশি বা ইউনিভার্সিটির কাউকে ডেকে আনতে পারি। কয়েকদিন আগে চট্টগ্রামে তাকে একাধিকবার দেখা যায় এমন তথ্যও পেয়েছি।
এসময় পুলিশকে মারজান সম্পর্কে তথ্য জানাতে আহ্বান জানান তিনি।
বিবার্তা/আলী/প্লাবন