উত্তরায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা উদ্ধার

উত্তরায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা উদ্ধার
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৬, ১৫:১৮:১৯
উত্তরায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১০৬ ভরি স্বর্ণালংকার, ২০ লাখ টাকা ও ১০ লাখ বিদেশী মুদ্রা উদ্ধার করেছে বিমান বন্দর থানা পুলিশ। উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বাসা থেকে ১০৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ লাখ ৫২ হাজার ৯৯০ টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, পাকিস্তানি মুদ্রায় পাঁচ হাজার পাঁচ রুপি, চার হাজার ৫১০ মার্কিন ডলারসহ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এছাড়া প্রচুর মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ডও উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ হিল কাফী বিবার্তাকে বলেন, প্রতারক চক্রের সদস্যরা যেসব পরিবারের সন্তান প্রবাসে থাকে সেসব পরিবারকে টার্গেট করে। প্রথমে তারা ওই পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পরে ওই বাসায় গিয়ে ছেলে কিংবা মেয়ের বান্ধবী পরিচয় দিয়ে প্রতারণা করে।

তিনি আরো বলেন, প্রতারক চক্রের মেয়ে সদস্যরা ওই পরিবারে গিয়ে বলেন লন্ডনে থাকা আপনার মেয়ে আমার বান্ধবী। লন্ডনে আমরা এক সঙ্গেই ছিলাম। গত মাসে বিয়ের জন্য দেশে আসছি। কেনাকাটা করব, আমার কাছে ডলার আছে। আপনি ডলারগুলো নিয়ে কিছু টাকা দিলে আমি বিয়ের কেনাকাটা করতাম।

এভাবেই যখন ডলার দিয়ে টাকা দেন, তখন প্রতারক চক্রের মেয়েরা বলে আমার হবু স্বামীর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। হবু স্বামীর সঙ্গে পরিচয়ের কথা বলে ড্রেস পরিবর্তনের অনুরোধ জানান। আর এই সুযোগে আলমারি থেকে স্বর্ণালংকার নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এর আগে, ওই প্রতারক চক্রের সাদিয়া ওরফে তানিয়া নামের এক মেয়েকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের তথ্য পাওয়া যায় বলেও জানান তিনি।  

পুলিশের জানায়, চক্রটি মিরপুর, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। বাসায় একা থাকা বয়স্ক মানুষ তাদের শিকার। ১০ থেকে ১২ জনের এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিবার্তা/আলী/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com