শাহজালালে ২২৩ স্বর্ণের বারসহ আটক ১

শাহজালালে ২২৩ স্বর্ণের বারসহ আটক ১
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ০৯:২৩:৫৪
শাহজালালে ২২৩ স্বর্ণের বারসহ আটক ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২৩টি স্বর্ণের বারসহ আতাউল মজিব নামে একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আগত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
 
ঢাকা কাস্টমস হাউজের এসি এইচ এম আহাদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাত ১০টা ৩৪ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজর রাখে শুল্ক কর্তৃপক্ষ। গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এসময় তার কোমরে থাকা বেল্টের ভেতর থেকে ২২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। 
 
এগুলোর প্রতিটির ওজন ১০ তোলা। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২৩ কেজি এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বলেও জানান তিনি।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com