রাজধানীর তাঁতীবাজার ও সাভারের আমিনবাজার এলাকা থেকে ১২ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা।
শুক্রবার র্যাব হেডকোয়ার্টারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এর সহকারী পরিচালক মিজানুর রাহমান এ তথ্য নিশ্চত করেন।
এর আহে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের তথ্যমতে, তারা আন্তর্জাতিক স্বর্ণচোরাচালানের চক্রের সদস্য।
আটককৃতরা হলো- তাপস মালাকার (৩২), মনটি মালাকার (২৬), দুলাল চন্দ্র দাস (৩২), দিন বন্ধু সরকার (৩৯)।
সহকারী পরিচালক মিজানুর রাহমান জানান, এ চক্র অনেক দিন ধরে স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত। এই চার সদস্যের মধ্যে দিন বন্ধু সরকার হচ্ছেন মাস্টার মাইন। প্রথমে তাপস মালাকার, মনটি মালাকার এবং দুলাল চন্দ্র দাসকে আটক করা হলে তাদের তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা দিন বন্ধু সরকারকে আটক করা হয়। এদেরে মধ্যে তাপস মালাকার ও মনটি মালাকার এরা দুজন স্বামী-স্ত্রী।
বিবার্তা/আলী/প্লাবন