শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা মুহাম্মদ আলম নামে এক এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফর। এসময় তাকে তল্লাশি করে আন্ডারওয়ারের মধ্যে লুকানো ৭৪০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক আলমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার লোহাগড়ায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৪৭ ফ্লাইটে মুহাম্মদ আলম ভোর ৫টায় শাহজালাল বিমানবন্দরে আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেহ তল্লাশি করে আন্ডারওয়ারের মধ্যে লুকানো ৭৪০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করেন, এ বছর তিনি কয়েকবার মালয়েশিয়া গিয়েছেন। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ড. মইনুল খান।
বিবার্তা/প্লাবন