রাজধানীর পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে ৫২ লাখ টাকার জাল নোটসহ জালিয়াতি চক্রের আট সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালির দুটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট এবং নোট জাল করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটদের পরিচয় তিনি জানাতে পারেননি।
বিবার্তা/প্লাবন/সফিকুল