রাজধানীর গাবতলী, মহাখালী, শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের প্রত্যেককে ছয় মাস থেকে দুই বছরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মো. মশিউর রহমান।
শুক্রবার সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আজ্ঞান কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- রাজিব বণিক, আব্দুর রউফ শেখ, মো. আওলাদ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. বাবুল হোসেন, মো. আজিম, মো. সুজন, মো. আবু সিদ্দিক, মো. লিটন মিয়া, মো. সাগর, মো. আকাশ, মো. সুলতান বাদশা, মো. রিপন, মো. রুবেল মিয়া, মো. জীবন, মো. পলাশ মোল্লা, মো. আবদুল মান্নান, মো. সুমন মিয়া, রফিকুল ইসলাম, ইদ্রিস সিকদার ও মো. মাসুদ শেখ।
ডিএমপি মিডিয়া কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকটককৃতরা জানিয়েছে- তারা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নিজেরা যাত্রীবেশে ভ্রমণ করে। পরে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে।
বিবার্তা/আলী/প্লাবন